World

রাশিয়ায় ট্রেন-বাস সংঘর্ষ, মৃত ১৯

Published by
News Desk

রাত সাড়ে তিনটে। আচমকাই লেভেল ক্রসিং ভেঙে ট্রেন লাইনের ওপর চলে আসে একটি যাত্রী বোঝাই বাস। ঘটনাস্থল রাশিয়ার পোকরভ শহর। রাতের অন্ধকার চিরে তখন প্রবল গতিতে ছুটে আসছিল একটি ট্রেন। সমান গতিতে ট্রেনটি এসে ধাক্কা মারে ‌যাত্রীবোঝাই বাসটিতে। ছিটকে পড়ে বাসটি। মৃত্যু হয় ১৯ জনের। যারমধ্যে বেশ কয়েকটি শিশু রয়েছে। আহত হয়েছেন অনেকে। তবে ট্রেনটির কোনও যাত্রী আহত হননি। ট্রেনের ইঞ্জিনের অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। অন্যদিকে বাসটির অবস্থা এতটাই ভয়ানক যে দেখে চেনা দায়।

ঘটনার তদন্ত শুরু হয়েছে। ঘটনার পর ওই লাইনে ট্রেন চলাচল বিঘ্নিত হয়। লাইন সাফাইয়ের পর ফের বেলায় শুরু হয় ট্রেন চলাচল।

Share
Published by
News Desk