World

বিকিনি পরলেই মিলবে বিনামূল্যে পেট্রোল

Published by
News Desk

পেট্রোল পাম্প থেকে মিলবে বিনামূল্যে পেট্রোল। এমন অফার দিলে যে কোনও প্রান্তেই হৈহৈ পড়ে যাওয়ার কথা। হয়েছেও সেটাই। তবে পেট্রোল পাম্পে এলেই যে বিনামূল্যে পেট্রোল মিলবে এমনটাও নয়। তার পিছনে রয়েছে একটি শর্ত। শর্ত হল গ্রাহককে পরতে হবে বিকিনি। আর তারপর পেট্রোল পাম্পের পেট্রোল ঢালার পাইপ ধরে দাঁড়াতে হবে। পুরোটাই হবে সকলের সামনে। এতে রাজি হলে তখনই মিলবে বিনামূল্যে পেট্রোল।

পেট্রোল পাম্পের মালিকের আশা ছিল বহু মহিলা এতে আকর্ষিত হবেন। তাঁরা বিকিনি পড়ে পাইপ ধরে দাঁড়াবেন। কিন্তু তাঁর সে আশায় জল ঢেলে পেট্রোল পাম্পে মহিলাদের চেয়ে পুরুষরা বেশি হাজির হচ্ছেন। তাঁরা এসে বিকিনিও পরছেন। আর বিকিনি পড়ে ছবিও তুলছেন। এমন কাণ্ডে পেট্রোল পাম্পের মালিক খুশি কিনা জানা নেই, তবে রাশিয়া জুড়ে হৈচৈ পড়ে গেছে।

বিকিনি পরে পেট্রোল পাম্পে হাজির গ্রাহক, ছবি – আইএএনএস

কেন এমন বিনামূল্যে পেট্রোল? রাশিয়ার সামারা শহরের অলভি পেট্রোল পাম্পের মালিক চেয়েছিলেন বিকিনি আর বিনামূল্যে পেট্রোল মিলিয়ে দিয়ে প্রচার পেতে। সেটা একটু বেশি করেই পেয়েছেন তিনি। এখন রাশিয়া তো বটেই এমনকি সোশ্যাল মিডিয়ার কৃপায় গোটা বিশ্ব জেনে গিয়েছে তাঁর পেট্রোল পাম্পের নাম। যেখানে এখন গাড়ি এসে দাঁড়াচ্ছে। সেখানে বিকিনি পড়ে দাঁড়াচ্ছেন পুরুষ, মহিলা। আর মিলছে বিনামূল্যে পেট্রোল। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk
Tags: Bengali News

Recent Posts