World

কলেজ চত্বরে ১ জনকে গুলি করে মেরে আত্মঘাতী ছাত্র

Published by
News Desk

কলেজ চত্বরে সাধারণ দিনের মতই ছিল পড়ুয়াদের ভিড়। সেখানেই সকলের সঙ্গে মিশেছিল এক ছাত্র। সেও কলেজেরই। ফলে কারও কোনও সন্দেহের অবকাশ নেই। কিন্তু আচমকাই সে পকেট থেকে একটি পিস্তল বার করে কয়েকজন ছাত্রকে লক্ষ্য করে গুলি চালায়। গুলি গিয়ে লাগে ৪ ছাত্রের গায়ে। এদিকে কলেজে গুলি চলছে একথা একজন কাছের একটি পুলিশ ফাঁড়িতে জানিয়ে দেন। পুলিশ খবর পেয়ে দ্রুত কলেজে হাজির হয়।

দোতলার জানালায় তখন বন্দুক হাতে দাঁড়িয়ে ওই ছাত্র। তাকে লক্ষ্য করে গুলি চালায় পুলিশ। পাল্টা পুলিশকে লক্ষ্য করে ওই বন্দুকবাজ ছাত্রও গুলি চালায়। তারপর পালিয়ে গিয়ে ঢুকে পড়ে লেকচার হলে। সেখানেই সে নিজেকে বন্দি করে নেয়। পুলিশের অনুমান এরপর যখন সে বুঝতে পারে পালানোর আর কোনও উপায় নেই। তখন সে নিজেকে গুলি করে আত্মঘাতী হয়।

পুলিশ ঘটনাস্থল থেকে ২টি দেহ উদ্ধার করে। বন্দুকবাজ ছাত্রের গুলিতে মৃত ১ ছাত্রের দেহ ও বন্দুকবাজ ছাত্রের দেহ। বাকি ৩ ছাত্রের গায়ে গুলি লাগলেও তারা বেঁচে গিয়েছে। তবে আঘাত গুরুতর। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে রাশিয়ার ব্লাগোভেসচেনস্ক শহরের একটি কলেজে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। পুলিশের প্রাথমিক অনুমান যাদের লক্ষ্য করে ওই বন্দুকবাজ ছাত্র গুলি চালায় তাদের সঙ্গে ওই ছাত্রের ঝামেলা চলছিল। তারফলেই এই কাণ্ড। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk
Tags: Bengali News

Recent Posts