World

যুদ্ধাস্ত্র তৈরির কারখানায় ভয়াবহ বিস্ফোরণ

Published by
News Desk

বিস্ফোরক তৈরি হত এখানে। যুদ্ধে প্রয়োজন হয় এমন বিস্ফোরকই তৈরি করা হত। যেহেতু বিস্ফোরক তৈরির কারখানা, তাই সুরক্ষার ক্ষেত্রে অনেক নিয়ম কানুন রয়েছে। কিন্তু প্রাথমিকভাবে মনে করা হচ্ছে সেই নিয়মে কোথাও গাফিলতি হয়েছিল। যার ফল হয় মারাত্মক। বিস্ফোরণ ঘটে কারখানায়। বিস্ফোরণে ১৯ জন কর্মী আহত হয়েছেন। বিস্ফোরণে কারখানার একটি শেড সম্পূর্ণ উড়ে গেছে।

ঘটনাটি ঘটেছে রাশিয়ার রাজধানী মস্কো থেকে ৮০০ কিলোমিটার দূরে। পশ্চিম রাশিয়ার এই যুদ্ধাস্ত্র তৈরির কারখানাটি অত্যন্ত পরিচিত। সেখানে এমন ঘটনা রীতিমত হৈচৈ ফেলে দিয়েছে রাশিয়ায়। ঘটনার পর আরও আতঙ্ক ছড়ায় একটি আশঙ্কা থেকে। এই কারাখানাতেই রয়েছে সেনাবাহিনীতে ব্যবহৃত বড় বড় বোমার ভাণ্ডার। এখান থেকে বোমাগুলি তৈরি করে সেনার কাছে যোগান দেওয়া হত।

জারজিঙ্ক শহরের এই কারখানায় রাশিয়ার যুদ্ধাস্ত্র বহু বছর ধরে তৈরি হচ্ছে। ৬০ বছর এখানেই রাশিয়ার বহু অস্ত্র তৈরি হয়েছে। যা যুদ্ধে ব্যবহার করতে পারে রাশিয়া। সেখানেই বিস্ফোরণ রীতিমত চিন্তার প্রশাসনের কাছে। গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে। ঠিক কী কারণে এমন ঘটনা ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk
Tags: Bengali News

Recent Posts