World

রাশিয়ায় ভূমিকম্প, মাত্রা ৭.৮

Published by
News Desk

প্রবল কম্পনে কেঁপে উঠল রাশিয়ার কামচাটকা খাঁড়ি এলাকা। রিখটার স্কেলে কম্পনের মাত্রা প্রথমে ৭.৪ পাওয়া গেলেও পরে তা বেড়ে দাঁড়ায় ৭.৮। বেরিং সাগর ও উত্তর প্রশান্ত মহাসাগরের মাঝে হওয়া এই ভূমিকম্প সবচেয়ে বেশি অনুভূত হয় রাশিয়ার কোমানদোরস্কি ওস্ত্রাভা এলাকায়।

কম্পনের পরেই সুনামি সতর্কতা জারি হলেও পরে তা তুলে নেওয়া হয়। কম্পনের পর বেশ কয়েকটি আফটার শক অনুভূত হয়েছে। যারমধ্যে দুটি কম্পনের মাত্রা ছিল রিখটার স্কেলে ৫-এর ওপর। কম্পনে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও পরিস্কার নয়।

Share
Published by
News Desk