World

বিশ্বকাপ ফাইনালে মাঠে ঢুকে পড়ায় ১ জনের ১৫ দিনের কারাদণ্ড

Published by
News Desk

বিশ্বকাপ ফুটবলের ফাইনাল চলাকালীন মস্কোর লুঝনিকি স্টেডিয়ামের সবুজ গালিচায় ছুটে ঢুকে পড়ে ৪ জন। তাদের পরনে ছিল পুলিশের পোশাক। যদিও সে পোশাক ছিল ভুয়ো। তারা কেউই পুলিশকর্মী নয়। এদিকে তারা মাঠে ঢুকে ছুটতে থাকায় খেলা যায় থমকে। দ্রুত ব্যবস্থা নেয় পুলিশ। তাদের টেনে মাঠের বাইরে নিয়ে যাওয়া হয়। ফের শুরু হয় খেলা। মাঝে নষ্ট হয় কয়েক মিনিট। এছাড়া মাঠের নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠে যায়।

যে ৪ জন মাঠে ঢুকে পড়েছিল তাদের গ্রেফতার করে পুলিশ। তাদের ১ জন ভেরোনিকা নিকুলশিনাকে ১৫ দিনের কারাদণ্ডের নির্দেশ দিয়েছে রাশিয়ার একটি আদালত। এছাড়া সে আগামী ৩ বছর কোনও খেলা দেখতে দর্শক হিসাবে আসতে পারবে না। বাকি ৩ জনের শাস্তি শোনানো এখনও বাকি।

Share
Published by
News Desk