World

শপিং মলে বিধ্বংসী আগুন, মৃত ৩৭

Published by
News Desk

রাশিয়ার সাইবেরিয়ার কেমেরোভো শহরে একটি শপিং মলে বিধ্বংসী আগুনে মৃত্যু হল ৩৭ জনের। আহত বহু। এখনও প্রচুর মানুষের খোঁজ মিলছে না। নিখোঁজদের সংখ্যা অন্তত ৬৪, যাদের মধ্যে ৪১টি শিশুও রয়েছে। এর থেকে মৃতের সংখ্যা আরও অনেকটাই বাড়তে পারে বলে আশঙ্কা প্রশাসনের। ‘উইন্টার চেরি’ নামক শপিং মলটিতে আগুন লাগার পর দ্রুত সেখান থেকে মানুষজনকে বার করার কাজ শুরু হয়। আগুন নেভানোর কাজ শুরু করে দমকল।

মলটির ভেতরে থাকা দুটি সিনেমা হলের ছাদ ভেঙে পড়ার ফলেই অধিকাংশ জীবনহানি হয়েছে বলে প্রাথমিক ধারণা উদ্ধারকারীদের। তবে কীভাবে আগুন লাগল তা পরিস্কার নয়। দমকলের দীর্ঘক্ষণের চেষ্টা আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন লাগার খবরে আতঙ্ক ছড়ায়। কালো ধোঁয়ায় এলাকা ছেয়ে যায়। গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে।

Share
Published by
News Desk