World

ভিড়ে ঠাসা সুপার মার্কেটে জোড়াল বিস্ফোরণ, শহর জুড়ে আতঙ্ক

Published by
News Desk

জোড়াল বিস্ফোরণে কেঁপে উঠল রাশিয়ার সেন্ট পিটার্সবার্গের একটি ভিড়ে ঠাসা সুপার মার্কেট। বছর শেষে আনন্দে মশগুল মানুষের ঢল নেমেছিল সন্ধেবেলা। সে দেশের পুলিশ জানাচ্ছে বিস্ফোরণ হয় সুপার মার্কেটের মালপত্র রাখার লকারে। বিস্ফোরণে আহত ৯ জনকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। পুলিশ সুপার মার্কেট ঘিরে ফেলে। ভিতরে থাকা সকলকে বাইরে বার করে আনা হয়। খালি করে দেওয়া হয় পুরো বাজার।

পেরেকরেস্টক সুপার মাকের্টে হওয়া বিস্ফোরণে কোনও মৃত্যুর খবর নেই। নেই কোনও আগুন লাগার খবরও। কোনও সন্ত্রাসবাদী সংগঠন এই বিস্ফোরণের দায় স্বীকার করেনি। ঠিক কী কারণে বিস্ফোরণ তাও পরিস্কার নয়। পুলিশ সবকিছু খতিয়ে দেখছে। তবে এই বিস্ফোরণের খবরে গোটা শহর জুড়ে নববর্ষের আগে আতঙ্ক ছড়িয়েছে।

Share
Published by
News Desk