Sports

রান ফর ইউনিটি, সামিল দিল্লি থেকে কলকাতা

Published by
News Desk

সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মবার্ষিকী উপলক্ষে রান ফর ইউনিটি-তে যোগ দিলেন বহু মানুষ। আগেই প্রধানমন্ত্রী স্বয়ং এই দৌড়ে অংশ নেওয়ার জন্য দেশবাসীকে আহ্বান জানান। দিল্লিতে পতাকা উড়িয়ে এই দৌড়ের উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। প্রসঙ্গত দেশের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন সর্দার বল্লভভাই প্যাটেল। দিল্লিতে দৌড়ে অংশ নেন বক্সার মেরি কম, প্রাক্তন হকি খেলোয়াড় জাফর ইকবাল, জিমন্যাস্ট দীপা কর্মকার সহ বহু মানুষ। ৭ থেকে ৭০ বছরের সব বয়সের মানুষকেই এদিন ছুটতে দেখা গেছে। মেজর ধ্যানচাঁদ স্টেডিয়াম থেকে শুরু করে দৌড় শেষ হয় ইন্ডিয়া গেটে।

দিল্লির পাশাপাশি এদিন কলকাতাতেও রান ফর ইউনিটির আয়োজন করে রাজ্য বিজেপি। শ্যামবাজারে এই উদ্যোগে অংশ নেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ সহ বিজেপির রাজ্য নেতৃত্ব ও অনেক সাধারণ মানুষ।

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

Share
Published by
News Desk