Entertainment

রুমা শর্মার ছবি মানেই ইন্টারনেটে আগুন

Published by
News Desk

কখনও সুইমিং পুল, কখনও বাড়ির ছাদ, তো কখনও সোনালি সমুদ্রতট, রুমা শর্মা যেখানেই ছবি তুলুন না কেন, সবেতেই তিনি সুপারহিট। বিকিনি বা অন্তর্বাস, ওয়েস্টার্ন পোশাক বা শাড়ি, রুমার অনিন্দ্যসুন্দর শরীরী বিভঙ্গ আর নেশা ধরা চাউনি মাতাল করে দেয় তাঁর ভক্তদের। জালের কাজ করা নাইট ড্রেসে অভিনেত্রীর উন্মুক্ত বক্ষ বিভাজিকা এই গরমে আরও চড়িয়ে দিচ্ছে ইন্টারনেট দুনিয়ার তাপমান।

নেটিজেনরা তাঁর নাম দিয়েছেন ‘বম্ব শেল’। একের পর এক বোমা ফাটাতে ওস্তাদ টেলি জগতের এই পরিচিত মুখ। বোল্ড ফোটোশ্যুট করাতে বরাবরই ভালোবাসেন রুমা। মডেলিং, টেলি সিরিজ, শর্ট ফিল্ম ও বিজ্ঞাপন দুনিয়ায় তাঁর ভালোই কদর। ২২ বছরের ‘দিল্লি গার্ল’ ইন্সটাগ্রামে ‘সুপার সেনসেশনাল’ মুখ। তাঁর প্রায় সব ছবিই পুরুষ হৃদয়ের ধুকপুকুনি বাড়িয়ে দেয়। লক্ষাধিকের নিচে লাইক পড়েনা ‘জাসুস বিজয়’, ‘জরা সি বাত’, ‘ফিয়ার ফাইলস’ খ্যাত অভিনেত্রীর ছবিতে!

(ছবি – সৌজন্যে – ইন্সটাগ্রাম – @ruma_sharmaa)

Share
Published by
News Desk