Entertainment

৯৮ সেকেন্ডে বিক্রি হয়ে গেল সব টিকিট, সিনেমার জগতে ইতিহাস

একটা হলের সব টিকিট বিক্রি হতে সময় লাগল মাত্র ৯৮ সেকেন্ড। তাও যে সে হল নয়। সিনেমা জগতে এই ঘটনা এক নতুন ইতিহাস লিখল।

Published by
News Desk

এখন ওটিটি প্ল্যাটফর্মের যুগে মোটা টাকা খরচ করে সিনেমা হলে অনেকেই যেতে চাইছেন না। গেলেও সংখ্যাটা কমছে। এতটা সময় নষ্ট না করে বাড়িতে অবসর সময়ে সিনেমা দেখার প্রবণতা উর্ধ্বমুখী।

এমন এক অবস্থায় একটি ভারতীয় সিনেমার টিকিট মাত্র ৯৮ সেকেন্ডে শেষ হয়ে গেল। একটা হলের সব টিকিট বিক্রি হতে সময় লাগল মাত্র ৯৮ সেকেন্ড।

মানে ২ মিনিটেরও কম সময়ে হলের সব টিকিট বিক্রি হয়ে গেল। এমন এক অনন্য ইতিহাস রচনা হল বিশ্বের সবচেয়ে বড় আইম্যাক্স থিয়েটারে।

ভারতে এসএস রাজামৌলির আরআরআর মুক্তি পেয়েছিল গত বছরের মার্চ মাসে। ব্রিটিশ সাম্রাজ্যের অত্যাচারের বিরুদ্ধে ২ তরুণের অতিমানবীয় লড়াই এই সিনেমার মূল আকর্ষণ।

সিনেমা এগিয়েছে টানটান কাহিনি নিয়ে। যার রুদ্ধশ্বাস আকর্ষণ দর্শকদের মোহিত করে। ভারতে ভাল বাজার করার পর এবার সেই সিনেমা মুক্তি পেতে চলেছে মার্কিন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে।

বিশ্বের সবচেয়ে বড় আইম্যাক্স থিয়েটারে এই সিনেমা দেখার জন্য যে মানুষ আগে থেকেই মুখিয়ে ছিলেন তা টিকিট বিক্রি শুরুর মাত্র ৯৮ সেকেন্ডের মধ্যেই সব টিকিট বিক্রি থেকে স্পষ্ট। এটা সিনেমার ইতিহাসে এক অনন্য রেকর্ডও তৈরি করল।

এত কম সময়ে সব টিকিট বিক্রির রেকর্ড গড়ল আরআরআর। সিনেমায় দক্ষিণের ২ সুপারস্টার জুনিয়র এনটিআর এবং রাম চরণ ছাড়াও রয়েছেন অজয় দেবগণ, আলিয়া ভাটের অভিনেতারা। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk