বিমান দুর্ঘটনায় মৃত্যু হল ৬২ জনের। শনিবার সকালে ঘটনাটি ঘটেছে রাশিয়ার রোস্তভ-অন-ডন শহরে। সকালে ওই এলাকায় প্রবল হাওয়া চলছিল। আবহাওয়া খারাপ ছিল। তারমধ্যেই সেখানে ল্যান্ড করছিল দুবাই থেকে আসা ফ্লাই দুবাইয়ের বিমানটি। বিমানে যাত্রী ও বিমানকর্মী মিলিয়ে মোট ৬২ জন ছিলেন। যাত্রী ছিলেন ৫৫ জন। ৭ জন বিমানকর্মী। যাত্রীদের মধ্যে ২ জন ভারতীয়। আচমকাই বিমানটি ভেঙে পড়ে। মাটিতে পড়ার সঙ্গে সঙ্গেই তাতে আগুন লেগে যায়। ধংসস্তূপ সরিয়ে ব্ল্যাক বক্স উদ্ধার করার চেষ্টা চলছে। ঠিক কী কারণে দুর্ঘটনা ঘটল তা নিয়ে তদন্ত শুরু হয়েছে।