Kolkata

‘ধর্ষিতা না হয়ে রাজ্যে ১৫ দিন থেকে দেখুক দেখি’, রূপার বিতর্কিত মন্তব্যে তোলপাড়

Published by
News Desk

যে দলগুলো এখনও রাজ্য সরকার ও কংগ্রেসের চাটুকারিতা করছে তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের আতিথেয়তা ছাড়া তাঁদের স্ত্রী, মেয়ে বা শ্যালিকাকে পশ্চিমবঙ্গে পাঠাক। যদি তাঁরা ধর্ষিতা না হয়ে ১৫ দিনও রাজ্যে কাটাতে পারেন, তাহলে আমায় বলবেন, এদিন ফের বিতর্ক উস্কে এমনই স্পর্শকাতর মন্তব্য করলেন বিজেপি নেত্রী রূপা গঙ্গোপাধ্যায়।

বসিরহাট‌ের উত্তেজনা নিয়ে বক্তব্য রাখতে গিয়ে এদিন এমনই মন্তব্য করেন রূপা। বিজেপি সাংসদের এই বিতর্কিত মন্তব্যের পরই তাঁর বিরুদ্ধে মুখ খোলেন তৃণমূল নেতৃত্ব। রূপা গঙ্গোপাধ্যায়ের মাথার ঠিক নেই বলে কটাক্ষ করে বিজেপি নেত্রীকে তাঁদের পাল্টা প্রশ্ন, উনি তো এতদিন এই রাজ্যেই আছেন। তা উনি নিজে কতবার ধর্ষিতা হয়েছেন? অনেকের দাবি, রূপা গঙ্গোপাধ্যায়ের মন্তব্য আদপে তামাম মহিলাকেই অপমান।

Share
Published by
News Desk

Recent Posts