Kolkata

মস্তিষ্কের টিস্যুতে জমাট রক্ত, হাসপাতালে রূপা

Published by
News Desk

মাথায় অসহ্য যন্ত্রণা ও সেইসঙ্গে চোখের দৃষ্টি হঠাৎ কমে যাওয়া। এই নিয়ে শুক্রবার বিকেল ৪টে নাগাদ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হল বিজেপি সাংসদ রূপা গঙ্গোপাধ্যায়কে। সূত্রের খবর, চিকিৎসকেরা জানিয়েছেন রূপা গঙ্গোপাধ্যায়ের মস্তিষ্কের টিস্যুতে রক্ত জমাট বেঁধেছে। ‌যারজন্যই এই অবস্থা। তাঁকে সর্বক্ষণ পর্যবেক্ষণে রাখা হয়েছে। তবে বিজেপি সাংসদের অবস্থা স্থিতিশীল বলেই জানিয়েছেন তাঁরা। আপাতত সম্পূর্ণ বিশ্রামের পরামর্শ দিয়েছেন চিকিৎসকেরা। এদিকে রূপা গঙ্গোপাধ্যায়ের অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই অনেক বিজেপি কর্মী সমর্থক হাসপাতালে হাজির হন। গত বছরের জানুয়ারি মাসে বিজেপিতে যোগদান করেন টিভি সিরিয়াল মহাভারতের ‘দ্রৌপদী’। গত অক্টোবরে তাঁকে রাজ্যসভার বিজেপি সাংসদ হিসাবে মনোনীত করা হয়।

 

Share
Published by
News Desk

Recent Posts