রনি স্ক্রুওয়ালা, ছবি – সৌজন্যে – এক্স – @RonnieScrewvala
বলিউডের সেরা ধনীর নাম জিজ্ঞেস করলে অধিকাংশ মানুষের চোখের সামনে ফুটে ওঠে শাহরুখ খান, সলমন খান বা আমির খানের নাম। অনেকে আবার ভেবে নেন অজয় দেবগণ, করণ জোহর, আদিত্য চোপড়া এবং এমন কয়েকটি নাম।
কিন্তু এঁরা কেউই নন। বরং বিশ্বখ্যাত ফোর্বস পত্রিকা প্রকাশিত তালিকা অনুযায়ী বলিউডের সেরা ধনী মানুষটির মোট সম্পত্তির পরিমাণ শাহরুখ, সলমন বা আমিরের মোট সম্পত্তির চেয়েও বেশি। তাই অর্থের ভারে এঁদের অনেকটাই পিছনে ফেলে দিতে পারেন তিনি।
এই মানুষটির সঙ্গে নাম জড়িয়ে আছে যোধা আকবর, বরফির মত সিনেমার। তিনি রনি স্ক্রুওয়ালা। পেশায় প্রযোজক। বলিউডের প্রযোজকদের তালিকায় অত্যন্ত পরিচিত নাম। যাঁর মোট সম্পত্তির পরিমাণ ১১২.৫ বিলিয়ন টাকা। সহজ করে বললে ১১২৫০ কোটি টাকা।
কে এই রনি স্ক্রুওয়ালা? সংক্ষেপে বললে ১৯৭০ সালে তাঁর ব্যবসা জীবনে হাতেখড়ি। তখন তিনি টুথব্রাশ তৈরি করতেন। এই টুথব্রাশ তৈরির ব্যবসা থেকে ক্রমে তাঁর রূপোলী জগতে প্রবেশ।
১৯৯০ সালে তিনি তৈরি করেন ইউটিভি মোশন পিকচার্স। এরপর শুরু হয় একের পর এক সিনেমা তৈরি। রঙ্গ দে বসন্তী, খোসলা কা ঘোসলার মত অনেক সিনেমা রয়েছে।
অন্যদিকে তিনি টিভি শোতেও পিছিয়ে ছিলেননা। হিপ হিপ হুররে, খিচড়ি, শান্তির মত অনেকগুলি টিভি শো তাঁর প্রযোজনায় তৈরি হয়। ৬৮ বছরের এই বৃদ্ধই এখন বলিউডের সেরা ধনীর স্বীকৃতি পেলেন।