Sports

বিশ্বকাপজয়ী কিংবদন্তী ফুটবলার রোনাল্ডিনহো গ্রেফতার

Published by
News Desk

বিশ্বকাপজয়ী ফুটবলার তিনি। ব্রাজিলের যে কজন কিংবদন্তী ফুটবলারের নাম চিরকাল থেকে যাবে তাঁদের একজনও তিনি। তিনি রোনাল্ডিনহো। ২০০২ সালের ফুটবল বিশ্বকাপে জয়ী ব্রাজিলের অন্যতম তারকা ছিলেন তিনি। সেই রোনাল্ডিনহোকে গ্রেফতার করল পুলিশ। শুধু তিনিই নন, তাঁর দাদাকেও গ্রেফতার করেছে প্যারাগুয়ের পুলিশ। ৩৯ বছরের রোনাল্ডিনহো যে রিসর্টে ছিলেন সেই রিসর্টে হানা দিয়ে তাঁকে গ্রেফতার করা হয়।

ব্রাজিলের বাসিন্দা রোনাল্ডিনহো প্যারাগুয়ের একটি রিসর্ট থেকে গ্রেফতার হওয়ার খবরে চারদিকে হৈচৈ পড়ে যায়। তাঁর ও তাঁর দাদার বিরুদ্ধে অভিযোগ জাল পাসপোর্ট নিয়ে প্যারাগুয়েতে প্রবেশ করেছেন ২ জনে। প্যারাগুয়ের অভ্যন্তরীণ মন্ত্রী জানিয়েছেন, তিনি রোনাল্ডিনহো-র ক্রীড়া জগতের নামডাককে সম্মান করেন। তবে আইন আইনই। আইনকে সম্মান করতেই হবে, সে তুমি যেই হও। সেজন্যই তাঁকে গ্রেফতার করা হয়েছে।

রোনাল্ডিনহো ও তাঁর দাদাকে গ্রেফতার করার পর অবশ্য তাঁদের গারদের পিছনে রাখা হয়নি। প্যারাগুয়ের একটি হোটেলে রয়েছেন তাঁরা। তবে পুলিশি ঘেরাটোপে। সেখান থেকে বার হতে পারবেননা তাঁরা। গত বুধবার সকালে ২ ভাই প্যারাগুয়েতে হাজির হন রোনাল্ডিনহো-রই ওপর একটি বই প্রকাশ অনুষ্ঠানে যোগ দিতে। পেশাদার ফুটবলকে ২০১৮ সালে বিদায় জানিয়ে অবসর নেন রোনাল্ডিনহো। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk