Sports

বার্বাডোজের পিচের মাটি খেলেন রোহিত, অনুকরণ আর এক কিংবদন্তিকে

টি২০ বিশ্বকাপ জয়ের পর ভারতীয় দলের আবেগে ভেসে যাওয়ার খণ্ড চিত্রে একটি ছবি সকলের নজর কেড়েছে। বার্বাডোজের পিচের মাটি খাচ্ছেন রোহিত শর্মা।

Published by
News Desk

ক্রিকেটে ভারতকে বিশ্বজয়ের স্বাদে মুগ্ধ করা প্রথম অধিনায়ক ছিলেন কপিল দেব। তারপর একদিনের বিশ্বকাপ এবং টি২০ বিশ্বকাপ ২টি জিতে এনে দিয়েছিলেন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। তারপর তৃতীয় ভারতীয় অধিনায়ক হিসাবে এই বিরল কৃতিত্ব অর্জন করলেন রোহিত শর্মা।

এদিন বিশ্বজয়ের পর কার্যতই রোহিত শর্মা তাঁর আবেগ ধরে রাখতে পারছিলেননা। কখনও বিরাটকে জড়িয়ে কেঁদে ফেলেন। কখনও মাঠকে চুম্বন করেন। কখনও মাঠে শুয়ে পড়েন।

এরমধ্যেই তিনি আরও একটি কাজ করেন যার চিত্র হুহু করে ছড়িয়ে পড়ে। বিশ্বজয়ী অধিনায়কে দেখা যায় বার্বাডোজের যে পিচে ফাইনাল খেলা হয়েছে সেই পিচের মাটি তুলে মুখে পুড়তে। একবার নয়, ২ বার। যদিও রোহিতের এই আবেগে আর এক কিংবদন্তির প্রতিফলন দেখছেন অনেকে।

টেনিস দুনিয়ার কিংবদন্তি নোভাক জোকোভিচ যতবার উইম্বলডন জিতেছেন ততবারই তিনি জয়ের পর কোর্টের ঘাস মুখে পোড়েন। এটা তাঁর জয়ের আবেগ।

একেবারে জোকোভিচের মতই হুবহু এক কাজ করলেন রোহিত শর্মা। বিশ্বজয়ের পর ওই পিচের মাটি মুখে পুড়লেন। এটাও মনে রাখার যে রোহিত শর্মা নিজেই জানিয়েছেন তাঁর সবচেয়ে পছন্দের টেনিস তারকা জোকোভিচই। তাই কি জোকোভিচকে অনুকরণ করে এই আবেগের বহিঃপ্রকাশ?

এর উত্তর অবশ্য রোহিতই দিতে পারবেন। বিশ্বজয়ের এদিনের রুদ্ধশ্বাস ম্যাচই ছিল রোহিত শর্মার জীবনের শেষ আন্তর্জাতিক টি২০। নিজেই পরে সাংবাদিক সম্মেলনে সেকথা জানিয়ে দেন হিটম্যান। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk

Recent Posts