Sports

এভাবেও ফিরে আসা যায়!

Published by
News Desk

কার্যতই বুড়ো হাড়ে ভেল্কি! না হলে ৩৫ বছর বয়সে ৩ ঘণ্টা ৩৭ মিনিটের একটানা লড়াই দিয়ে জয় ছিনিয়ে নেওয়া কী মুখের কথা! অস্ট্রেলিয়ান ওপেনের সিঙ্গলস ফাইনালে রাফায়েল নাদালের বিরুদ্ধে এমনই এক রুদ্ধশ্বাস জয় ছিনিয়ে নিলেন রজার ফেডেরার। এদিন প্রথম সেট ৬-৪-এ জেতেন রজারই। কিন্তু ফিরতি সেটেই ৩-৬-তে হার। তৃতীয় সেটে ফের ৬-১-এ নাদালকে উড়িয়ে দিয়েও চতুর্থ সেটে ৩-৬-তে হার! ফলে ২-২ সেট হয়ে খেলা গড়ায় অন্তিম সেটে।

যে জিতবে সেই চ্যাম্পিয়ন। এই অবস্থায় পিছিয়ে পড়েন ফেডেরার। কিন্তু সেই পিছিয়ে পড়াকে তোয়াক্কা না করে নিজের শেষটুকু উজাড় করে অবশেষে স্বপ্নের জয়। কেঁদে ফেললেন রজার। আর হাততালির গর্জনে মোহময় হয়ে উঠল দর্শক আসন। প্রায় ৫ বছর কোনও গ্র্যান্ড স্ল্যাম নেই। তারপরেও যে এভাবে ফিরে আসা যায় তা দেখিয়ে দিলেন রজার ফেডেরার। যিনি ইতিমধ্যেই কিংবদন্তী!

Share
Published by
News Desk

Recent Posts