Sports

বিশ্বের ১ নম্বর টেস্ট ব্যাটসম্যান রজার ফেডেরার!

Published by
News Desk

টেনিস কিংবদন্তি রজার ফেডেরারকে বিশ্বের ১ নম্বর টেস্ট ক্রিকেটারের শিরোপা দিল আইসিসি। তাদের তালিকার মাথায় রয়েছে সুইৎজারল্যান্ডের এই টেনিস তারকার নাম। শুনতে অবাক লাগছে! আইসিসি ট্যুইটার হ্যান্ডল কিন্তু তাই বলছে! সেখানে আইসিসি যে স্ক্রিন শট দিয়েছে তাতে টেস্ট তালিকার ১ নম্বরে রয়েছে রজারের নাম!

ঘটনা হল উইম্বলডনের চতুর্থ রাউন্ডে রজার ফেডেরারের মুখোমুখি হয়েছিলেন ফ্রান্সের আদ্রিয়ান মানারিনো। সেই খেলায় হেলায় জিতেছেন ফেডেরার। কিন্তু খেলা চলাকালীন তিনি একজন ব্যাটসম্যানের মত করে টেনিস ব়্যাকেট দিয়ে ডিফেন্স করেন। সেই ভিডিওই ট্যুইটারে প্রকাশ করে উইম্বলডন কর্তৃপক্ষ। ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের কাছে জানতে চায় রজারের এই ক্রিকেট স্কিলের জন্য তাকে কী রেটিং দেবে তারা। উত্তর দিতে দেরি করেনি আইসিসি। তারাও টেস্ট ব্যাটিং র‍্যাঙ্কিংয়ের একটি স্ক্রিন শট ট্যুইট করে। সেখানে দেখা যায় রজার ফেডেরারের নাম রয়েছে ১ নম্বরে। বলাবাহুল্য পুরোটাই মস্করা। তবে উইম্বলডন কর্তৃপক্ষ ও আইসিসি-র এই সুন্দর মস্করা আদানপ্রদানে গোটা বিশ্বই অবাক এবং খুশি।

(ছবি – সৌজন্যে – ট্যুইটার)

Share
Published by
News Desk

Recent Posts