Categories: National

শ্রীলঙ্কায় ত্রাণ পাঠাল ভারত

Published by
News Desk

রোয়ানু বিধ্বস্ত শ্রীলঙ্কায় ত্রাণ সামগ্রি পাঠাল ভারত। শুক্রবার নৌবাহিনীর দুটি রণতরী আইএনএস সুনয়না ও আইএনএস সাতলেজ ওষুধ, অস্থায়ী তাঁবু সহ বিভিন্ন ত্রাণ সামগ্রি নিয়ে শ্রীলঙ্কা রওনা হয়েছে। সঙ্গে গেছেন উদ্ধারকাজে বিশেষজ্ঞদের একটি দল। এছাড়া উদ্ধারকাজে সুবিধার জন্য সি-১৭ যুদ্ধবিমানও শ্রীলঙ্কা পাঠিয়েছে ভারত। গত বুধবার শ্রীলঙ্কার ওপর ঝাঁপিয়ে পড়ে ঘূর্ণিঝড় রোয়ানু। ঝড়ের তাণ্ডবে শ্রীলঙ্কার উপকূলীয় এলাকার ব্যাপক ক্ষতি হয়। অনেক জায়গায় কাদাধসের কবলে পড়ে বহু মানুষ ঘরছাড়া হন। অজস্র বাড়ি ভেঙে পড়ে। ভেড়ে পড়ে প্রচুর গাছ। অনেক জায়গায় যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ বিপর্যস্ত। এই অবস্থায় ঝড় বিধ্বস্ত শ্রীলঙ্কার পাশে দাঁড়াতে উদ্যোগ নিল ভারত।

Share
Published by
News Desk