Entertainment

একদম নতুন চেহারায় সামনে এলেন বলিউডের প্রথমসারির নায়ক

Published by
News Desk

ছবিটা সামনে আসতেই শুরু হয়ে যায় হৈচৈ। এ কে! বলিউড হিরো। কিন্তু কে! এখন বলিউডে হুট বলতে লুক বদলে ফেলার একটা ট্রেন্ড চলছে। হয়তো প্রয়োজনে। কিন্তু লুক বদলে একদম অন্য অবতারে সামনে আসছেন বলিউড তারকারা। এক ঝলক দেখে চেনা দায় হচ্ছে। এক্ষেত্রেও ঠিক তাই হয়। ছবিটা ইন্টারনেটে ছড়ায় বটে, কিন্তু এক ঝলক দেখে কেউই প্রায় বলতে পারছিলেন না কে ইনি!

ছবিটা পোস্ট করেছেন বলিউড তারকা রীতেশ দেশমুখ। এটা তাঁরই নতুন লুকের ছবি। চুলের স্টাইল একদম বদলে ফেলেছেন তিনি। মাথায় ছোটছোট করে ছাঁটা চুলে একটা প্ল্যাটিনাম লুক। তাছাড়া গাল থেকে চোয়ালের অংশও পরিবর্তিত। চোখের রোদচশমার সঙ্গে বেশ যাচ্ছে মুখটা। রীতেশ লিখেছেন তাঁর ভিতরের বিদ্রোহীটা বেরিয়ে এসেছে।

রীতেশ দেশমুখ এই ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করার পর সেলেব্রিটি থেকে নেটিজেন সকলেই কমেন্ট করা শুরু করেন। প্রযোজক-পরিচালক করণ জোহর লেখেন, দারুণ, একদম ভোল বদল। এক নেটিজেন লেখেন, কিছুটা ডিজে-র মত লাগছে। কেউ আবার লেখেন, রীতেশ ভাবতেও পারবেননা তাঁকে এই লুকে কতটা আবেদনময় ও হ্যান্ডসাম লাগছে। রীতেশ দেশমুখকে দেখা যাবে ‘বাগী ৩’ সিনেমায়। যেখানে প্রধান অভিনেতা টাইগার শ্রফের দাদার ভূমিকায় দেখা যাবে তাঁকে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk