State

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ, আরও বেকায়দায় ঋতব্রত

Published by
News Desk

দল থেকে বহিষ্কৃত সিপিএমের বিতর্কিত সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ করে বালুরঘাট থানায় অভিযোগ দায়ের করলেন নম্রতা দত্ত নামে এক তরুণী। তাঁর অভিযোগ, ট্যুইটারে আলাপের পর দিল্লিতে তাঁকে টিকিট পাঠিয়ে নিয়ে যান ঋতব্রত। তারপর সেখানে ঋতব্রতর ফ্ল্যাটে তাঁদের মধ্যে দৈহিক সম্পর্ক তৈরি হয়। তাঁকে বিয়ের প্রতিশ্রুতিও নাকি দেন সিপিএম সাংসদ। কিন্তু বিয়ে করেননি।

নম্রতার অভিযোগ, সম্প্রতি তাঁদের মধ্যে দৈহিক সম্পর্কের ক্ষতিপূরণ বাবদ আড়াই লক্ষ টাকাও নাকি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তাঁর অ্যাকাউন্টে পাঠান। নম্রতা দত্তের দাবি, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস করে সেই প্রতিশ্রুতি রক্ষা না করা ধর্ষণ। তাই তিনি বালুরঘাট থানায় ঋতব্রতর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের করেছেন। যদিও পুরো বিষয়টাই অস্বীকার করেছেন সাংসদ। তাঁর দাবি, এটা পুরোটাই তাঁর বিরুদ্ধে রাজনৈতিক চক্রান্ত হচ্ছে। প্রয়োজনে বিষয়টি নিয়ে আইনের সাহায্য নেবেন বলেও ইঙ্গিত দিয়েছেন ঋতব্রত।

Share
Published by
News Desk

Recent Posts