Kolkata

ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নিল সিপিএম

Published by
News Desk

সিপিএম সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নিল সিপিএমের রাজ্য সম্পাদকমণ্ডলী। এদিন রাজ্য সম্পাদকমণ্ডলীর বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়। দলের প্রাথমিক সদস্য পদ থেকেই ঋতব্রতকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যদিও ঋতব্রতকে নিয়ে দলের রাজ্য কমিটির এই সিদ্ধান্ত নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সিপিএম কেন্দ্রীয় কমিটি। দল বিরোধী কাজ ও দলের শৃঙ্খলাভঙ্গের জন্য ঋতব্রতর বিরুদ্ধে এই সিদ্ধান্ত নিল দল।

বেশ কিছুদিন ধরেই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে নিয়ে অভিযোগ পাচ্ছিলেন দলীয় নেতৃত্ব। বাম নেতা হয়েও কখনও দামি ঘড়ি, বিলাসবহুল জীবনযাপন, কখনও নারীঘটিত অভিযোগ। এসব অভিযোগ পাওয়ার পর দলের মধ্যেই তাঁর বিচার করার জন্য মহম্মদ সেলিমের নেতৃত্বে একটি কমিশন গঠন করা হয়। এরপর একটি সংবাদমাধ্যমে কয়েকদিন আগে দল ও দলের কিছু নেতার বিরুদ্ধে বিস্ফোরক বক্তব্য রাখেন ঋতব্রত। রাজনৈতিক মহলের একাংশ মনে করছে এতকিছুর পর ঋতব্রতকে দল থেকে বহিষ্কার করা ছাড়া দলীয় নেতৃত্বের আর কোনও রাস্তা খোলা ছিলনা।

Share
Published by
News Desk
Tags: Kolkata News

Recent Posts