Entertainment

প্রয়াত অভিনেত্রী রীতা কয়রাল, শোকের ছায়া টেলি জগতে

Published by
News Desk

মারা গেলেন বাংলার জনপ্রিয় অভিনেত্রী রীতা কয়রাল। পরিবার সূত্রের খবর, গত অগাস্ট মাস থেকে লিভারের ক্যানসারে ভুগছিলেন। মাঝে হাসপাতালেও ভর্তি হন। পরে কিছুটা সুস্থ হলে তাঁকে বাড়ি আনা হয়। রবিবার সকালে বাড়িতে তাঁর অবস্থার অবনতি হয়। দ্রুত হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

একাধারে সিনেমা ও সিরিয়ালে চুটিয়ে অভিনয় করা রীতা কয়রালের মৃত্যুতে সংস্কৃতি জগতে শোকের ছায়া নেমে আসে। তাঁর অভিনীত দুটি সিরিয়াল এখন চলছে। রাখি বন্ধন ও স্ত্রী, দুটি সিরিয়ালে অভিনয় করছিলেন তিনি। এছাড়াও বিভিন্ন সিরিয়ালে, সিনেমায় অভিনয় করতে দেখা গেছে তাঁকে। মূলত করতেন খলনায়িকার চরিত্র। দত্ত ভার্সেস দত্ত, পারমিতার একদিন, বেয়াদপ, চিরদিনই তুমি যে আমার সহ একগুচ্ছ সিনেমায় অভিনয় করতে দেখা গেছে তাঁকে। পাশাপাশি চুটিয়ে করেছেন সিরিয়ালও।

(ছবি – সৌজন্যে – ফেসবুক)

Share
Published by
News Desk
Tags: Rita Koiral

Recent Posts