National

এমন কি হল যে স্ত্রীকে নিয়ে দিল্লির রাস্তায় হাঁটা লাগালেন ব্রিটেনের প্রধানমন্ত্রী

দিল্লির রাস্তায় হাঁটতে শুরু করলেন ব্রিটেনের প্রধানমন্ত্রী। স্ত্রীকে নিয়ে হাঁটতে শুরু করেন তিনি। কেন এমন করলেন তিনি।

Published by
News Desk

ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনক ভারতীয় বংশোদ্ভূত। তাঁর স্ত্রী অক্ষতা মূর্তি ইনফোসিস কর্তা নারায়ণ মূর্তির মেয়ে। ফলে তিনিও ভারতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। যতই তাঁরা ব্রিটেনে থাকুন, সেখানকার বাসিন্দা হন, ভারতীয় রক্তের একটা টান তো এ দেশের প্রতি থাকবেই। তাই তাঁরা জি২০ বৈঠকে ব্রিটেনের প্রতিনিধি হয়েও তাঁদের চোখে ভারত কোথাও অন্য রাষ্ট্রপ্রধানদের থেকে আলাদা।

গত শুক্রবারই ভারতে হাজির হন ব্রিটিশ প্রধানমন্ত্রী। সন্ধেয় ঋষি সুনক বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে। তাঁদের বৈঠক হয় প্রধানমন্ত্রীর বাসভবনে।

সেখানে বৈঠক শেষ করে ঋষি সুনকের বাইরে বেরিয়ে স্ত্রীকে নিয়ে গাড়িতে চড়ার কথা ছিল। কিন্তু তিনি স্ত্রীকে নিয়ে বেরিয়ে পড়েন রাস্তায়।

সস্ত্রীক ঋষি সুনক হাঁটতে শুরু করেন দিল্লির পথে। প্রধানমন্ত্রী স্ত্রীকে নিয়ে হাঁটছেন দেখে সুরক্ষার দায়িত্বে থাকা ব্যক্তিরাও তাঁদের ঘিরে নিয়ে পিছনে হাঁটতে থাকেন।

ঋষি ও তাঁর স্ত্রীর এই দিল্লির রাস্তায় রাতে হাঁটতে বার হওয়া নেহাতই একটা ভাল লাগা থেকে। তাঁরা চাইছিলেন ২ জনে দিল্লির রাস্তায় একান্তে একটু হাঁটতে। স্ত্রীকে নিয়ে সেই ইচ্ছাপূরণ করলেন ঋষি সুনক।

জি২০ বৈঠকে ব্যস্ততা থাকবে। তার আগের রাতে স্ত্রীকে নিয়ে হেঁটে মনটা একটু হালকাও হয়তো করে নিতে চেয়েছিলেন ব্রিটেনের প্রধানমন্ত্রী। শুক্রবার তিনি ব্রিটিশ কাউন্সিল অফ ইন্ডিয়ার দফতরেও হাজির হয়েছিলেন। সেখানে অনেকের সঙ্গে কথা বলেন। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk