Entertainment

অনেক বেশি সুস্থ ঋষি কাপুর, বন্ধুর সঙ্গে ছবি পোস্ট

Published by
News Desk

ছবিতে দেখেই বোঝা যাচ্ছে ঋষি কাপুর এখন অনেকটাই সুস্থ। আগের ছবির সঙ্গে তুলনা করলেই সেটা পরিস্কার হয়ে যায়। ঋষি কাপুর যে এখন অনেকটাই সুস্থ তা তাঁর এক বন্ধুর সঙ্গে ছবি দিয়ে সকলকে জানানোর চেষ্টা করেছেন তিনি। ছবিতে হাসি মুখেই ঋষিকে দেখা গেছে। সঙ্গের ব্যক্তির নাম অমিত খান্না। ঋষি কাপুরের দীর্ঘদিনের বন্ধু।

সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা সেই ছবিতে ঋষি লিখেছেন, তাঁরা নিউ ইয়র্কের সেন্ট রেগিস হোটেলের কিং কোল বারে সময় কাটাচ্ছেন। কয়েক মাস আগে থেকেই নিউ ইয়র্কে কাটাচ্ছেন ঋষি। শারীরিক অসুস্থতার কারণে টানা সেখানে রয়েছেন। সঙ্গে রয়েছেন তাঁর স্ত্রী নীতু। কিছুদিন আগেই জানা গিয়েছিলে যে ঋষি কাপুর এখন ক্যানসার মুক্ত। তাঁর দাদা রণধীর কাপুর গত এপ্রিলে জানান ঋষি কাপুর কিছুদিনর মধ্যেই বাড়ি ফিরবেন।

ঋষি কাপুর হাল্কা নীল জামার ওপর নেভি ব্লু ব্লেজারে বন্ধুর সঙ্গে ছবি পোস্ট করে আরও বুঝিয়ে দিলেন তিনি ভাল আছেন। এতে তাঁর কাছের মানুষজনও খুশি হবেন। ফ্যানেরাও খুশি হবেন। হয়ত সেকথা মাথায় রেখেই সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করেন ঋষি কাপুর। একসময়ের দাপুটে এই অভিনেতা বেশ কয়েকমাস ধরে টানা নিউ ইয়র্কে চিকিৎসাধীন ছিলেন। সে সময়ের ছবিও সোশ্যাল মিডিয়ায় নজর কেড়েছে অনেকের। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk
Tags: Rishi Kapoor

Recent Posts