Entertainment

জীবনে একটি মাত্র সিনেমা পরিচালনা করেন ঋষি কাপুর

ভারতীয় সিনেমার এক অধ্যায়ের পরিসমাপ্তি ঘটিয়ে চলে গেলেন ঋষি কাপুর। অভিনেতা ঋষি কাপুর নিজেকে কেবলমাত্র অভিনেতা বলতেই পছন্দ করতেন। তবু তিনি একটি মাত্র সিনেমার পরিচালনা করেন।

Published by
News Desk

১৯৭০ সালে মেরা নাম জোকার দিয়ে অভিনয় জীবনের যাত্রা শুরু করেন ঋষি কাপুর। সিনেমার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত কাপুর পরিবারের ছেলে হওয়ার সুবাদে সিনেমা পেতে কোনও অসুবিধা হয়নি। তবে শুরুতেই নিজের অভিনয় দিয়ে দেশবাসীর মন জয় করে নেন ঋষি। দেখিয়ে দেন পরিবারের জোরে নয়, নিজের প্রতিভার গুণেই তিনি বলিউডে নিজের জায়গা করে নিতে পারেন। এরপর একের পর এক হিট সিনেমা উপহার দিয়েছেন তিনি।

সেই আদ্যপ্রান্ত অভিনেতা ঋষি কাপুরকে ১৯৯৯ সালে একটি সিনেমার পরিচালকের ভূমিকায় দেখা যায়। দেশের তরুণ প্রজন্মের মধ্যে বিদেশে চাকরি করতে যাওয়ার প্রবণতাকে সামনে রেখেই সিনেমার গল্প সুতো বোনে। ‘আ অব লট চলে’ নামে সেই সিনেমায় ঋষির পরিচালনায় কাজ করেন অক্ষয় খান্না ও ঐশ্বর্য রাই। সিনেমাটি যে বক্স অফিসে দারুণ কিছু করতে পেরেছিল তা নয়। তবে সেই সময় সিনেমার বিষয়বস্তুর কারণে অনেকের মনে দাগ কাটে সিনেমাটি।

যদিও ঋষি এরপর জানিয়ে দেন তিনি পরিচালক হতে চান না। তিনি অভিনয় করতে চান। আর অভিনয়ের জন্য সময় দিয়ে তাঁর হাতে সেই সময় থাকে না যে তিনি পরিচালনা নিয়ে মাথা ঘামাবেন। তবে নিজের তৈরি একটি মাত্র সিনেমা নিয়ে ঋষির মনে কোনও আক্ষেপ ছিলনা। তিনি বরং জানিয়েছিলেন তিনি ওই বিষয়বস্তুটি নিয়ে সিনেমা বানাতে পেরে খুশি। তারপর আমৃত্যু ঋষি কখনও পরিচালনার দায়িত্ব নেননি। শুধু অভিনয় চালিয়ে গেছেন। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk
Tags: Rishi Kapoor

Recent Posts