Categories: Sports

গল্ফে রিওর পথে বাংলা ও বাঙালি

Published by
News Desk

১১২ বছর পর ফের অলিম্পিকে যুক্ত হয়েছে গল্ফ। তার সূত্র ধরেই রিও অলিম্পিকে পদকের স্বপ্নও দেখছে ভারত। সব দেশ মিলিয়ে এই ইভেন্টে পদকের জন্য লড়তে দেখা যাবে ৬০ জন প্রতিযোগীকে। যার মধ্যে ২ জন ভারতের। ভারতের হয়ে রিও অলিম্পিকে গল্ফে যে ২ জন অংশ নিচ্ছে তাঁদের বাংলা ও বাঙালি বললে ভুল হবে না। একজন ভারতসেরা গল্ফার অনির্বাণ লাহিড়ি। যিনি জন্মসূত্রেই বাঙালি। অন্যজন কলকাতার ছেলে শিবশঙ্কর প্রসাদ চৌরাশিয়া। গল্ফের জগতে যাঁকে সবাই চেনেন চিপ্পুটশিয়া বা চাউ নামে। ঘরোয়া ও বিদেশে হওয়া বিভিন্ন গল্ফ প্রতিযোগিতায় লাহিড়ি ও চৌরাশিয়া, দুজনেরই একাধিক সম্মান রয়েছে। এখন রিওর সবুজ গল্ফ কোর্ট থেকে এঁরা ভারতের হয়ে সম্মান ঘরে তুলতে পারেন কিনা সেদিকেই চেয়ে ভারতবাসী।

Share
Published by
News Desk

Recent Posts