Categories: Sports

রিওতে সাংবাদিকদের বাসে গুলি!

Published by
News Desk

অলিম্পিকে বাস্কেটবল কভার করে অলিম্পিক পার্কের দিকে ফিরছিলেন সাংবাদিকেরা। তাঁদের জন্য বরাদ্দ বাসেই বসে ছিলেন সকলে। অভিযোগ বাসটি কুরিকাকা এলাকার ওপর দিয়ে যাওয়ার সময় বাস লক্ষ করে গুলি ছোঁড়া হয়। গুলিতে বাসের কাচের জানলা ভেঙে যায়। আহত হন ১ সাংবাদিক ও ১ ভলান্টিয়ার। যদিও তাঁদের আঘাত গুরুতর নয়। তবে এই ঘটনায় খেলোয়াড় ও সাংবাদিকদের মধ্য আতঙ্ক ছড়িয়েছে।

কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে তার তদন্ত শুরু হয়েছে। এদিকে বাসের জানলা সত্যিই গুলিতে ভেঙেছে, নাকি পাথরের আঘাতে ভেঙেছে তা তদন্ত সাপেক্ষ বলে দাবি করেছেন অলিম্পিক উদ্যোক্তারা।

Share
Published by
News Desk

Recent Posts