Sports

সাংসদ পাত্রীকে বিয়ে করছেন ক্রিকেটার রিঙ্কু সিং, কবে বিয়ে তাও জানা গেল

ভারতীয় ক্রিকেটের তরুণ ক্রিকেটারদের মধ্যে অবশ্যই একটি উজ্জ্বল নাম রিঙ্কু সিং। যিনি এবার বিয়ে করতে চলেছেন। পাত্রী আবার সাংসদ। জানা গেল বিয়ের দিনও।

Published by
News Desk

তাঁর উদয় কলকাতা নাইট রাইডার্স-এ। সেখানেই তাঁর প্রতিভা সকলের সামনে আসে। এখন অবশ্য ভারতীয় ক্রিকেটের অন্যতম তরুণ তারকা তিনি। সেই রিঙ্কু সিং এবার জীবনের অন্য এক ক্রিজে ব্যাট করতে নামতে চলেছেন। বিয়ে করতে চলেছেন রিঙ্কু। যার বাগদান পর্ব হয়ে গেল লখনউতে।

যে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অনেক রাজনৈতিক তারকা। তবে রিঙ্কুর সতীর্থরা কেউ আসতে পারেননি। কারণ ভারতীয় টিম ইতিমধ্যেই ইংল্যান্ড সফরে সেখানে পৌঁছে গেছে। রিঙ্কুর জীবনসঙ্গী হতে চলেছেন সাংসদ প্রিয়া সরোজ। যিনি একজন পেশাদার আইনজীবীও।

প্রিয়া ভারতের কনিষ্ঠতম সাংসদদের অন্যতম। মছলিসর কেন্দ্র থেকে সমাজবাদী পার্টির হয়ে জিতে প্রিয়া সাংসদ পদ সামলাচ্ছেন। এবার তিনিও তাঁর জীবনের এক নতুন পর্বে পা দিতে চলেছেন।

প্রিয়া ও রিঙ্কুর বাগদান পর্বের ঝলমলে অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন সমাজবাদী পার্টি নেতা অখিলেশ যাদব, ডিম্পল যাদব, রামগোপাল যাদব, শিবপাল যাদব, জয়া বচ্চন সহ অনেকে। এছাড়াও এই বাগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রিঙ্কু ও প্রিয়ার পরিবারের অন্য সদস্যরা।

বেশ ধুমধাম করেই এই বাগদান পর্ব মেটে। আপাতত বাগদান হয়ে গেল। এবার বিয়ের পালা। স্থির হয়েছে আগামী ১৮ নভেম্বর সাতপাকে বাঁধা পড়বেন রিঙ্কু ও প্রিয়া।

বিয়ের আসর বসবে বারাণসীর তাজ হোটেলে। রিঙ্কু উত্তরপ্রদেশের আলিগড়ের বাসিন্দা। অন্যদিকে প্রিয়া বারাণসীর কারখিয়াও গ্রামের বাসিন্দা। প্রিয়ার বাবাও ৩ বারের সাংসদ। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk
Tags: Rinku Singh

Recent Posts