Entertainment

ডোনাল্ড ট্রাম্পকে বদ্ধ উন্মাদ বলে নতুন বিতর্কে রিহানা

Published by
News Desk

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সরাসরি আক্রমণের রাস্তায় হাঁটলেন গায়িকা তথা ব্যবসায়ী রিহানা। রিহানার গানের অনুরাগী সারা বিশ্বে ছড়িয়ে আছেন। তিনি নিজের জায়গায় সফল। সেই জনপ্রিয় গায়িকা রিহানা ট্রাম্পকে বদ্ধ উন্মাদ বলে ব্যাখ্যা করলেন। তাঁর মতে, আমেরিকার সবচেয়ে বড় উন্মাদ নাকি ডোনাল্ড ট্রাম্প। কিন্তু দেশের প্রেসিডেন্টকে এমন ভয়ংকর ভাষায় আক্রমণ কেন? রিহানার দাবি, এল পাসো ও ডেটন গণহত্যার ক্ষেত্রে মার্কিন প্রেসিডেন্টের উচিত ছিল আততায়ীদের সন্ত্রাসবাদী আখ্যা দেওয়া। কিন্তু তিনি তা দেননি। বরং তাদের কাপুরুষ বলে ছেড়ে দিয়েছেন ট্রাম্প।

রিহানার মতে, যে অস্ত্র দিয়ে আততায়ীরা নির্বিচারে গুলি চালিয়ে গণহত্যা করে সেসব অস্ত্র যুদ্ধে ব্যবহার হয়। অথচ তারা সেসব অস্ত্র আইনত হাতে পেয়েছিল। তারা যে ধরনের অস্ত্র ব্যবহার করেছিল তার পর তাদের সন্ত্রাসবাদী আখ্যা দেওয়া হল না কেন? প্রশ্ন তুলেছেন রিহানা। তাঁর দাবি, কেবল চামড়ার রঙ দেখে গুলি চালানো হয়েছে। গণহত্যা হয়েছে।

রিহানা বিশ্বখ্যাত পত্রিকা ভোগ-এ সাক্ষাৎকার দিতে গিয়ে ট্রাম্প সম্বন্ধে এমন মন্তব্য করেন। খুব স্বাভাবিকভাবেই রিহানার মন্তব্য নিয়ে আমেরিকা জুড়ে হৈচৈ শুরু হয়েছে। অনেক জায়গায় আলোচনা চলছে। যা হয়তো কোথাও গিয়ে ফের একবার রিহানার জনপ্রিয়তাকে চাগিয়ে দিয়েছে। পাশাপাশি নিজের সঙ্গীতের ধরন নিয়ে বলতে গিয়ে রিহানা বলেন, তিনি রেগে দ্বারা ভীষণভাবে প্রভাবিত। তাঁর রক্তে রেগে রয়েছে। প্রসঙ্গত রেগে হল জামাইকার একটি জনপ্রিয় সঙ্গীত ধারা। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk