Entertainment

৭০ বছরে ফের বাবা হচ্ছেন শিল্পাকে চুম্বন করা রিচার্ড গ্যের

Published by
News Desk

মাত্র ৯ মাস হল তিনি এক সন্তানের পিতা হয়েছেন। সে খবর প্রকাশ করে স্পেনের একটি ম্যাগাজিন। তারপর এই কটাদিনের ব্যবধানে ফের তিনি বাবা হতে চলেছেন। তাঁর দ্বিতীয় সন্তানের জন্ম দিতে চলেছেন তাঁর স্ত্রী আলেজান্দ্রা। তিনি হলিউডের অন্যতম স্টার রিচার্ড গ্যের। ‘প্রেটি ওম্যান’ খ্যাত রিচার্ড গ্যের-এর ঝুলিতে রয়েছে অনেকগুলি বক্স অফিস কাঁপানো সিনেমা। এখন তাঁর বয়স ৭০ বছর। ২০১৮ সালে তিনি নিউ ইয়র্কে বিয়ে করেন ৩৬ বছরের স্প্যানিশ নারী আলেজান্দ্রাকে। তারপরেই একটি ছবি ঘিরে হৈচৈ শুরু হয়। যেখানে দলাই লামাকে দেখা যায় আলেজান্দ্রার পেটে হাত দিয়ে নতুন অতিথিকে আশির্বাদ করতে।

পরে অবশ্য আলেজান্দ্রা স্বীকারও করে নেন যে তিনি মা হতে চলেছেন। শিশুর জন্মের খবরও মেলে এ বছর ফেব্রুয়ারিতে। তারপর ফের খুশির খবরের অপেক্ষা। ফের বাবা হচ্ছেন রিচার্ড গ্যের। বিয়ে হয়েছিল ৬৯ বছরে। এখন তিনি ৭০-এর যুবক! যদিও রিচার্ডের আলেজান্দ্রা দ্বিতীয় স্ত্রী। আলেজান্দ্রারও রিচার্ড দ্বিতীয় স্বামী।

গ্যের-এর প্রথম পক্ষের স্ত্রীর একটি সন্তান রয়েছেন। তাঁর বয়স এখন ১৯ বছর। অন্যদিকে আলেজান্দ্রার প্রথম পক্ষের একটি ৬ বছরের ছেলে রয়েছে। রিচার্ড ও আলেজান্দ্রা কিন্তু তাঁদের বিবাহিত জীবনে খুব খুশি। বিশেষত রিচার্ড গ্যের। তিনি একটি সাক্ষাৎকারে খোলাখুলিই জানিয়েছেন আলেজান্দ্রার মত স্ত্রী পেয়ে তিনি নিজেকে ভীষণ ভাগ্যবান মনে করেন। প্রসঙ্গত একসময়ে ভারতে এসেছিলেন রিচার্ড গ্যের। সে সময়ে একটি অনুষ্ঠানে স্টেজেই অভিনেত্রী শিল্পা শেঠীকে জড়িয়ে ধরে চুম্বন করেন তিনি। যা নিয়ে দেশ জুড়ে হৈহৈ পড়ে গিয়েছিল। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk