Business

ঐতিহাসিক উচ্চতায় ভারতের প্রথম ১০০ জন ধনীর মোট সম্পত্তি, টাকাটা অনেকের বিশ্বাস হবেনা

ভারতের প্রথম ১০০ জন ধনী মানুষের মোট অর্থের পরিমাণ যেখানে পৌঁছল তা বিশ্বজুড়েই একটা রেকর্ড। তাঁদের বিপুল সম্পত্তি এমন জায়গায় এর আগে পৌঁছয়নি।

Published by
News Desk

ভারতের ধনী মানুষের সংখ্যাটা নেহাত কম নয়। তাঁদের মধ্যে প্রথম ১০০ জন ধনীর যে মোট সম্পত্তি তা গত ১ বছরে অনেকটাই বেড়েছে। ফলে তাঁদের মোট সম্পত্তির পরিমাণ এমন এক উচ্চতা ছুঁয়ে ফেলল যা অনেকের অবিশ্বাস্য লাগতে পারে।

বিশ্বজুড়েই এই সংখ্যা রীতিমত হইচই ফেলে দিয়েছে। এখন প্রশ্ন হল মোট সম্পত্তির পরিমাণ কত দাঁড়িয়েছে? এই সংখ্যা ১ ট্রিলিয়ন ডলার অতিক্রম করেছে।

ভারতীয় মুদ্রায় যার মানে হল ৮৪ লক্ষ ৩ হাজার ৯১০ কোটি টাকা! এবার হিসাব করে বোঝার চেষ্টা করা যেতে পারে সম্পত্তির মোট পরিমাণ! এটা কিন্তু রয়েছে ভারতের প্রথম ১০০ জন ধনী ব্যক্তির হাতে।

এই রিপোর্ট প্রকাশ করেছে ফোর্বস পত্রিকা। ওই পত্রিকা আরও জানাচ্ছে এই ১০০ জন ধনী মানুষ ২০১৯ সালে যে পরিমাণ সম্পত্তির মালিক ছিলেন, ২০২৪ সালে এসে তার দ্বিগুণ সম্পত্তির মালিক হয়েছেন।

গত ৫ বছরে তাঁদের সম্পত্তি দ্বিগুণ হয়েছে। যে ১০০ জন সর্বাধিক ধনীর তালিকা প্রকাশ হয়েছে তাতে ৯ জন মহিলাও রয়েছেন। গতবছর যে সংখ্যাটা ছিল ৮।

ফোর্বস আরও জানিয়েছে, ভারতের ৮০ শতাংশ ধনী মানুষের জন্য এ বছরটা দারুণ গেছে। ১ বছর আগেও তাঁদের যা সম্পত্তি ছিল তার চেয়ে অনেকটাই বেড়েছে এ বছরে। আর তা বেড়েছে দেশের ৮০ শতাংশ অর্থাৎ সিংহভাগ ধনীর ক্ষেত্রে। তাঁরা আরও ধনী হতে পেরেছেন। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk

Recent Posts