Business

ভারতের ১% ধনী গত বছর দেশে তৈরি হওয়া সম্পত্তির ৭৩% দখল করেছেন, জানাল সার্ভে

Published by
News Desk

চমকে দেওয়ার মত সার্ভে রিপোর্ট সামনে আনল অক্সফাম। তাদের বার্ষিক সার্ভে রিপোর্টে দেখা যাচ্ছে গত বছর দেশে তৈরি হওয়া সম্পত্তির ৭৩ শতাংশই চলে গেছে দেশের মাত্র ১ শতাংশ ধনীর পকেটে। যা ভারতের উপার্জন বৈষম্যের এক চরম পরিস্থিতিকেই তুলে ধরছে। চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে বাকি ভারতের আর্থিক উন্নয়নের দৈন্যদশা। রিপোর্ট আরও বলছে গতবছর দেশের ৬৭ কোটি মানুষের সম্পত্তি বৃদ্ধি হয়েছে মাত্র ১ শতাংশ।

যদিও এই ছবি শুধু ভারতের ক্ষেত্রেই ধরা পড়েছে এমন নয়। অক্সফামই জানাচ্ছে, বিশ্ব ব্যাপী চিত্রটাও একইরকম। তাদের হিসাবে বলছে গত বছর বিশ্বজুড়ে তৈরি হওয়া সম্পত্তির ৮২ শতাংশই চলে গেছে বিশ্বের ১ শতাংশ মানুষের কাছে। আরও চমকপ্রদ হল বিশ্বের ৩৭০ কোটি মানুষেরই গত বছর সম্পত্তি বৃদ্ধি হয়নি। ফলে বোঝাই যাচ্ছে তাঁদের উপার্জনের ছবিটা ঠিক কেমন। বিশ্ব জুড়েই উপার্জন বৈষম্যের ভয়ংকর ছবিই তুলে ধরছে এই খতিয়ান।

Share
Published by
News Desk

Recent Posts