Business

আরও বড়লোক মুকেশ আম্বানি, ভারতের ধনীরা আরও ধনী

Published by
News Desk

গত ১০ বছর ধরে তিনিই ভারতের সবচেয়ে ধনী ব্যক্তি। ২০১৭ সালেও সেই রেকর্ড অক্ষুণ্ণ রাখলেন রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের কর্তা মুকেশ আম্বানি। তাঁর বর্তমান সম্পত্তির পরিমাণ আড়াই লক্ষ কোটি টাকা। যা গত বারের হিসাবের চেয়েও ৬৭ শতাংশ বেশি। ফলে আরও ধনী হয়েছেন মুকেশ। শুধু মুকেশ আম্বানি বলেই নয়, ভারতের প্রথম ১০০ ধনী ব্যক্তির সম্পত্তি এবার অনেকটাই বেড়েছে। শতাংশ হিসাবে যা দাঁড়াচ্ছে প্রায় ২৬ শতাংশে। এদিন এমনই জানাল ফোর্বস ম্যাগাজিন।

ফোর্বস এদিন ভারতের ২০১৭ সালের ধনীদের তালিকা প্রকাশ করেছে। তাতেই দেওয়া রয়েছে যাবতীয় হিসাবপত্র। দেখা যাচ্ছে মুকেশের পর দ্বিতীয় স্থানে রয়েছেন আজিম প্রেমজি। যদিও সম্পত্তির হিসাবে তিনি মুকেশের চেয়ে অনেকটাই পিছিয়ে। ১ লক্ষ ২৩ হাজার ৭৭৫ কোটি টাকা আজিমের সম্পত্তির পরিমাণ।

নোটবন্দি থেকে জিএসটি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একের পর এক অর্থনৈতিক পদক্ষেপ। দেশে আর্থিক সংস্কার। দেশের সার্বিক অর্থনীতির মন্থরদশা। কোনও কিছুই কিন্তু ধনীদের আরও বড়লোক হওয়ার পথে বাধা হয়ে দাঁড়ায়নি। বরং শেষ একবছরে ধনী হওয়ার সিঁড়ি তাঁরা একটু বেশি তরতরিয়ে চড়েছেন। অন্তত ফোর্বসের খতিয়ান থেকে তা বেশ পরিস্কার।

Share
Published by
News Desk

Recent Posts