Entertainment

সুপ্রিম কোর্টে গেলেন রিয়া চক্রবর্তী

সুশান্তের মৃত্যুতে প্ররোচনার দাবি করে অভিযোগ দায়ের করেন সুশান্তের বাবা। তদন্তে নামে বিহার পুলিশ। তার বিরুদ্ধে এবার সুপ্রিম কোর্টে গেলেন রিয়া।

Published by
News Desk

নয়াদিল্লি : অভিনেতা সুশান্ত সিং রাজপুতকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছিলেন রিয়া চক্রবর্তী। রিয়া সুশান্তের কাছ থেকে টাকা নিতেন। তাঁকে ভয় দেখাতেন। সুশান্তের চিকিৎসাজনিত রিপোর্টও ফাঁস করে দেওয়া ভয় দেখাতেন। পরিবারের থেকেও সুশান্তকে দূরে সরিয়ে দিয়েছিলেন রিয়া। এমনই একগুচ্ছ অভিযোগ নিয়ে সুশান্তের বান্ধবী রিয়া চক্রবর্তীর বিরুদ্ধে পাটনার রাজীব নগর পুলিশ স্টেশনে অভিযোগ দায়ের করেন সুশান্তের বাবা।

সেই অভিযোগের তদন্তে নামে বিহার পুলিশ। তারা মহারাষ্ট্রে রওনাও দেয়। এই অবস্থায় রিয়া চক্রবর্তী পাল্টা বুধবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন। তিনি ইলেকট্রনিক আবেদন জমা দিয়েছেন। আবেদনে তিনি এই মামলা বিহার পুলিশ নয়, মুম্বই পুলিশের হাতেই রাখার আর্জি জানিয়েছেন। যখন একটি মামলার তদন্ত মুম্বই পুলিশ করছে তখন তারাই সবটা করুক বলে আবেদন জানিয়েছেন রিয়া।

সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর ঘটনায় রিয়া চক্রবর্তী বলেই নয় অনেককেই জিজ্ঞাসাবাদ করছে মুম্বই পুলিশ। সুশান্তের মৃত্যু বলিউডে তোলপাড় ফেলে দিয়েছে। সাধারণ মানুষ এই ঘটনায় বলিউডের স্বজনপোষণের বিরুদ্ধে সরব হয়েছেন। অনেক অভিনেতা, পরিচালকের জনপ্রিয়তা ধাক্কা খেয়েছে। কঙ্গনা রানাওয়াতের মত বেশ কয়েকজন সুশান্তের মৃত্যুর ঘটনাকে থিতিয়ে যেতে দিচ্ছেন না। পুলিশও এক এক করে ডেকে পাঠাচ্ছে মহেশ ভাট, আদিত্য চোপড়া, সঞ্জয় লীলা বনশালি সহ বিভিন্ন জনকে। সুশান্তের ব্যাঙ্ক অ্যাকাউন্টও খতিয়ে দেখা হচ্ছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk