ফাইল : রিয়া চক্রবর্তী, ছবি - আইএএনএস
নয়াদিল্লি : অভিনেতা সুশান্ত সিং রাজপুতকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছিলেন রিয়া চক্রবর্তী। রিয়া সুশান্তের কাছ থেকে টাকা নিতেন। তাঁকে ভয় দেখাতেন। সুশান্তের চিকিৎসাজনিত রিপোর্টও ফাঁস করে দেওয়া ভয় দেখাতেন। পরিবারের থেকেও সুশান্তকে দূরে সরিয়ে দিয়েছিলেন রিয়া। এমনই একগুচ্ছ অভিযোগ নিয়ে সুশান্তের বান্ধবী রিয়া চক্রবর্তীর বিরুদ্ধে পাটনার রাজীব নগর পুলিশ স্টেশনে অভিযোগ দায়ের করেন সুশান্তের বাবা।
সেই অভিযোগের তদন্তে নামে বিহার পুলিশ। তারা মহারাষ্ট্রে রওনাও দেয়। এই অবস্থায় রিয়া চক্রবর্তী পাল্টা বুধবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন। তিনি ইলেকট্রনিক আবেদন জমা দিয়েছেন। আবেদনে তিনি এই মামলা বিহার পুলিশ নয়, মুম্বই পুলিশের হাতেই রাখার আর্জি জানিয়েছেন। যখন একটি মামলার তদন্ত মুম্বই পুলিশ করছে তখন তারাই সবটা করুক বলে আবেদন জানিয়েছেন রিয়া।
সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর ঘটনায় রিয়া চক্রবর্তী বলেই নয় অনেককেই জিজ্ঞাসাবাদ করছে মুম্বই পুলিশ। সুশান্তের মৃত্যু বলিউডে তোলপাড় ফেলে দিয়েছে। সাধারণ মানুষ এই ঘটনায় বলিউডের স্বজনপোষণের বিরুদ্ধে সরব হয়েছেন। অনেক অভিনেতা, পরিচালকের জনপ্রিয়তা ধাক্কা খেয়েছে। কঙ্গনা রানাওয়াতের মত বেশ কয়েকজন সুশান্তের মৃত্যুর ঘটনাকে থিতিয়ে যেতে দিচ্ছেন না। পুলিশও এক এক করে ডেকে পাঠাচ্ছে মহেশ ভাট, আদিত্য চোপড়া, সঞ্জয় লীলা বনশালি সহ বিভিন্ন জনকে। সুশান্তের ব্যাঙ্ক অ্যাকাউন্টও খতিয়ে দেখা হচ্ছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা
মীন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল অনুযায়ী প্ল্যানিং করুন আজ কি কি করনীয়…
সে যে আদৌ কখনও জেগে উঠতে পারে সেটাই কেউ ভাবেননি। শেষবার জেগেছিল ১২ হাজার বছর…
যে বয়স পর্যন্ত বিশ্বের অধিকাংশ মানুষ পৌঁছতে পারেননা। যাঁরা পৌঁছন তাঁদেরও একটা বড় অংশ ঘরের…
মানুষ টানা হাঁটতে পারেন। তা বলে রোবট? সেটাই কিন্তু হল। ঘরের মধ্যে কয়েক পা হাঁটা…
অবশ্যই এক বড় প্রাপ্তি। এই পশ্চিমবঙ্গের জঙ্গলেই দেখা মিলল অতি বিরল প্রজাতির এক হরিণের। যার…
এই রাজ্যকে ঘুমন্ত রাজ্য বলা হয়। এর পিছনে রয়েছে বিশেষ কারণ। যা জানার পর এটা…