Entertainment

সত্য একদিন সামনে আসবেই, মুখ খুললেন রিয়া চক্রবর্তী

সুশান্তের মৃত্যুর পর তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে। তারপর ভিডিও বার্তায় মুখ খুললেন সুশান্তের বান্ধবী রিয়া চক্রবর্তী।

Published by
News Desk

মুম্বই : অভিনেতা সুশান্ত সিং রাজপুতকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়া হয়েছে। প্ররোচনা দিয়েছেন সুশান্তের বান্ধবী রিয়া চক্রবর্তী। এই অভিযোগ করে পুলিশে এফআইআর দায়ের করেন সুশান্তের বাবা কেকে সিং। এই এফআইআর সুশান্তের মৃত্যুর ঘটনাকে ফের নতুন মোড় দেয়। মুম্বই পুলিশের চলতে থাকা তদন্তের পাশাপাশি এই অভিযোগকে সামনে রেখে তদন্তে নামে বিহার পুলিশ। তারপর এবার এফআইআর দায়েরের পর ভিডিও বার্তায় মুখ খুললেন রিয়া চক্রবর্তী।

রিয়া দাবি করেছেন, ঈশ্বর ও বিচারব্যবস্থার ওপর তাঁর পূর্ণ আস্থা আছে। তাঁর বিশ্বাস একদিন সত্যিটা সামনে আসবেই। তিনি বলেন, তাঁর বিশ্বাস তিনি নিশ্চয়ই সুবিচার পাবেন। তিনি বলেন, ইলেকট্রনিক মিডিয়ায় তাঁর বিরুদ্ধে অনেক ভয়ংকর কথা বলা হয়েছে। সেগুলি সম্বন্ধে তিনি কোনও কথা বলতে চান না। কারণ বিষয়টি বিচারাধীন। তাই তাঁর আইনজীবী কোনও বিষয়ে মুখ খুলতে মানা করেছেন।

পেশাদার ফটোগ্রাফার বিরল ভায়ানি-র ইন্সটাগ্রামে রিয়া চক্রবর্তীর এই ভিডিওটি আপলোডেড রয়েছে। যা সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে। প্রসঙ্গত গত ১৪ জুন মুম্বইতে তাঁর বাড়িতে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয় সুশান্ত সিং রাজপুতের দেহ। তারপর থেকে সিনেমা জগতের একের পর এক ব্যক্তিত্বের নাম জড়িয়েছে। তাঁদের জিজ্ঞাসাবাদও করছে মুম্বই পুলিশ। এরমধ্যে রিয়া চক্রবর্তীও রয়েছেন। তাঁকেও জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ।

সুশান্ত সিং রাজপুতের বাবা এফআইআর দায়ের করার পর অবশ্য পুরো ছবিটাই বদলে যায়। রিয়ার বিরুদ্ধে সুশান্তের অ্যাকাউন্ট থেকে টাকা তুলে নেওয়া, সুশান্তকে পরিবার থেকে আলাদা করে দেওয়ার অভিযোগ ওঠে। এছাড়া সুশান্তের মেডিক্যাল রিপোর্ট প্রকাশ করে দেওয়ার হুমকিও রিয়া দিতেন বলে অভিযোগ করেন সুশান্তের বাবা কেকে সিং। এদিকে ইডি একটি আর্থিক দুর্নীতির মামলাও দায়ের করেছে সুশান্তের মামলায়। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk