Categories: World

রাজশাহীতে গলা কেটে খুন অধ্যাপক

Published by
News Desk

ব্লগারের পর এবার অধ্যাপক ও সাংস্কৃতিক কর্মী। বাংলাদেশের রাজশাহী জেলায় এদিন রাস্তার ওপর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক ইংরাজি ভাষার অধ্যাপককে গলা কেটে খুন করল এক আততায়ী। পুলিশ জানিয়েছে, বোয়ালিয়া থানার শালবাগান এলাকার বাসিন্দা রেজাউল করিম সিদ্দিকি শনিবার সকালে বিশ্ববিদ্যালয় যাওয়ার জন্য বার হন। হেঁটেই এগোচ্ছিলেন তিনি। অভিযোগ সেই সময় আচমকাই আততায়ী তাঁর পিছনে হাজির হয়। তারপর তাঁর সঙ্গে পা মিলিয়ে হাঁটতে হাঁটতে গলা কেটে তাঁকে খুন করে পালায়। বাড়ির খুব কাছেই অধ্যাপকের রক্তাক্ত দেহ লুটিয়ে পড়ে। কোনও সংগঠন এই হত্যার দায় স্বীকার করেনি। তবে ব্লগার খুনের ধরণের সঙ্গে রেজাউল সিদ্দিকির হত্যার ধরণের মিল আছে বলে মনে করছে পুলিশ। রেজাউল সিদ্দিকি সাংস্কৃতিক কর্মী হিসাবে রাজশাহীতে বেশ জনপ্রিয় ব্যক্তিত্ব ছিলেন।

Share
Published by
News Desk