SciTech

দেশীয় প্রযুক্তিতে তৈরি স্পেস শাটল পাঠাল ভারত

Published by
News Desk

দেশে তৈরি প্রথম স্পেস শাটল রিইউজেবল লঞ্চ ভেহিকল বা আরএলভিকে সাফল্যের সঙ্গে মহাকাশে স্থাপন করলেন ইসরোর বিজ্ঞানীরা। সোমবার সকাল ৭টায় অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা থেকে সাফল্যের সঙ্গেই উৎক্ষেপণ করা হয় স্পেস শাটলটিকে। মাত্র ২০ মিনিটের মধ্যেই মহাকাশযানটির উৎক্ষেপণ সফল হয়েছে বলে ইসরোর তরফে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়।

সাড়ে ৬ মিটার লম্বা ও পৌনে ২ টন ওজনের স্পেস শাটলটির উৎক্ষেপণ সফল হওয়ায় আগামী দিনে মহাকাশে দেশের তৈরি মহাকাশযান পাঠানোর খরচ অনেকটাই কমবে বলে মনে করছেন বিজ্ঞানীরা। আরএলভি তৈরি করতেও তেমন বড় অঙ্কের টাকা খরচ হয়নি বলেই জানান হয়েছে। এটি বানাতে খরচ পড়েছে ৯৫ কোটি টাকা।

Share
Published by
News Desk