Categories: Business

রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর, দৌড়ে ৩ বাঙালি!

Published by
News Desk

রঘুরাম রাজন যে রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর থাকছেন না তা অনেকটাই পরিস্কার হয়ে গেছে। ফলে শুরু হয়েছে তাঁর বিকল্প খোঁজার তোড়জোড়। সূত্রের খবর, পরবর্তী গভর্নর হিসাবে ৭ জনের একটি তালিকা প্রস্তুত করেছে কেন্দ্র। যেখানে নাম রয়েছে কৌশিক বসুর মত অর্থনীতিবিদের। নাম রয়েছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার চেয়ারম্যান অরুন্ধতী ভট্টাচার্যেরও। রয়েছে আর এক বাঙালির নামও। ভারতের অর্থমন্ত্রকের প্রধান উপদেষ্টা হিসাবে কাজ করে আসা পার্থসারথি সোমের নামও রয়েছে তালিকায়। নীতি নির্ধারণকে ঘিরে কেন্দ্রীয় অর্থমন্ত্রকের সঙ্গে রঘুরাম রাজনের সম্পর্ক ক্রমশ তলানিতে ঠেকছিল। কিন্তু আপোষ করতে রাজি ছিলেন না রাজন। কিছুদিন আগে তাঁকে অপসারণের দাবি তুলে খোলাখুলি সওয়াল শুরু করেন বিজেপি সাংসদ সুব্রহ্মণ্যম স্বামীও। তবে দীর্ঘদিন সেভাবে মুখ খোলেননি রঘুরাম। অবশেষে তিনি জানিয়ে দেন ৪ সেপ্টেম্বর রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর হিসাবে তাঁর মেয়াদ ফুরচ্ছে। তারপর আর ওই পদে তিনি থাকতে চান না। বরং ফিরতে চান পড়াশোনার জগতে। রাজনৈতিক মহলের একাংশের দাবি, কেন্দ্রের সঙ্গে সুসম্পর্ক না থাকায় ভবিষ্যৎ আন্দাজ করতে রঘুরামের অসুবিধা হয়নি। তাই নিজে থেকেই সরে দাঁড়ানোর কথা জানিয়ে দিলেন তিনি। এখন ৪ সেপ্টেম্বরের পর কোনও বাঙালিকে আরবিআইয়ের গভর্নর পদে দেখা যায় কিনা আপাতত সেই অপেক্ষায় গোটা বাংলা।

Share
Published by
News Desk

Recent Posts