Categories: Business

রিজার্ভ ব্যাঙ্কের নতুন গভর্নর উর্জিত প্যাটেল

Published by
News Desk

সব জল্পনার অবসান। অরুন্ধতী ভট্টাচার্য, কৌশিক বসুরা দৌড়ে এগিয়ে থাকলেও মোদী সরকার উর্জিত প্যাটেলকেই পরবর্তী আরবিআই গভর্নর হিসাবে বেছে নিল। আপাতত রিজার্ভ ব্যাঙ্কের ৪ জন ডেপুটি গভর্নরের একজন ৫২ বছরের উর্জিত অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে এমফিল করেন। পরে ইয়েল বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে পিএইচডি সম্পূর্ণ করেন। ২০১৩ সাল থেকে রিজার্ভ ব্যাঙ্কের ডেপুটি গভর্নর হিসাবে কাজ করে আসা উর্জিত প্যাটেল রঘুরাম রাজনের খাস লোক হিসাবেই পরিচিত। দীর্ঘদিন আইএমএফের বিভিন্ন পদ সামলে এসেছেন সাফল্যের সঙ্গে। শনিবার মন্ত্রিসভার নিয়োগ কমিটির তরফে একটি প্রেস বিজ্ঞপ্তিতে উর্জিত প্যাটেলকে পরবর্তী আরবিআই গভর্নর করার চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করা হয়।

Share
Published by
News Desk

Recent Posts