Business

ভারতীয় মুদ্রার নব কলেবরে ল্যাভেন্ডারের ছোঁয়া, আসছে নতুন ১০০ টাকা

Published by
News Desk

২০১৬-র নভেম্বরের ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিল দিয়ে শুরু হয়েছিল ভারতীয় মুদ্রার নব কলেবর। তারপর ২০০০ টাকার নতুন নোট বাজারে এসেছে। ৫০০ টাকার চেহারা বদলেছে। ৫০ ও ১০ টাকার পুরনো নোটের পাশাপাশি নতুন নোটও বাজারের ছড়িয়ে পড়েছে। ২০০ টাকার সম্পূর্ণ নয়া নোট বাজারে ছেড়েছে রিজার্ভ ব্যাঙ্ক। বাকি ছিল ১০০ টাকার নোট। সেই ১০০ টাকারও এবার নতুন নোট বাজারে আনতে চলেছে কেন্দ্রীয় ব্যাঙ্ক। রং হবে ল্যাভেন্ডার। নোটের সামনের অংশ অন্যান্য নতুন নোটের মতই হচ্ছে। উল্টো পিঠে থাকবে গুজরাটের রানি কি ভাভ-এর চিত্র। সঙ্গে থাকবে স্বচ্ছ ভারত অভিযান নিয়ে স্লোগান ও লোগো।

আরবিআই-এর তরফে এদিন পরিস্কার করে দেওয়া হয়েছে নতুন ১০০ টাকার নোট বাজারে আসার পরও পুরনো নোট বহাল থাকবে। তবে নতুন ১০০ টাকার নোট পুরনো ১০০ টাকার নোটের চেয়ে বহরে একটু ছোট হবে। নতুন ল্যাভেন্ডার রঙের ১০০ টাকার নোট আগামী মাস থেকেই বাজারে আসতে শুরু করবে। ক্রমশ তার যোগান বাড়ানো হবে।

Share
Published by
News Desk

Recent Posts