Business

রেপো রেট অপরিবর্তিত রাখল আরবিআই

Published by
News Desk

রেপো রেট অপরিবর্তিত রাখল রিজার্ভ ব্যাঙ্কের দ্বিমাসিক ঋণনীতি নির্ধারণ কমিটি। রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর উর্জিত প্যাটেলের নেতৃত্বে গঠিত ৬ সদস্যের কমিটি এদিন রেপো রেট অপরিবর্তিত রাখার সিদ্ধান্তের কথা জানায়। মুদ্রাস্ফীতির সম্ভাবনার কথা বিবেচনা করেই তাঁদের এই সিদ্ধান্ত বলে জানানো হয়।

সবজি থেকে ভোজ্য তেল, সবকিছুর দামই চড়েছে। ফলে খাদ্যপণ্যে মুদ্রাস্ফীতির হার বেড়েছে। যা রিজার্ভ ব্যাঙ্ককে মোটেও স্বস্তিতে রাখেনি। ফলে এটা মনেই হচ্ছিল যে এবার ঋণনীতিতে রেপো রেট আর কমার সম্ভাবনা নেই। সেটাই এদিন খাতায় কলমে জানিয়ে দিল কেন্দ্রীয় ব্যাঙ্ক।

Share
Published by
News Desk

Recent Posts