Business

এটাই নতুন ৫০ টাকার নোট?

Published by
News Desk

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে ছবি। হাল্কা টারকোয়েজ বা নীলের একটা ধরণের রং দিয়ে তৈরি নোটের বান্ডিলের ছবি নিয়ে হৈচৈ পড়ে গেছে। গত বছর ডিসেম্বরেই রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া জানিয়েছিল তারা নতুন ৫০ ও ২০ টাকার নোট বাজারে আনবে। তবে তা কেমন হবে তা জানায়নি। কবে আসবে তাও পরিস্কার করেনি দেশের কেন্দ্রীয় ব্যাঙ্ক।

এখনও নতুন ৫০ টাকার নোট কেমন দেখতে হবে বা তা কবে বাজারে আসবে সে সম্বন্ধে কিছু স্পষ্ট করেনি আরবিআই। তবে সোশ্যাল সাইটে ৫০ টাকার বান্ডিলের ছবি কিন্তু ছড়িয়ে পড়েছে সর্বত্র। যদিও এটাই নতুন ৫০ টাকার নোট হতে চলেছে কিনা তা আরবিআইয়ের তরফে পরিস্কার করা হয়নি।

Share
Published by
News Desk

Recent Posts