Business

বাজারে আসছে নয়া ২০ টাকার নোট

Published by
News Desk

বাজারে নতুন ২০ টাকার নোট আনছে রিজার্ভ ব্যাঙ্ক। তবে বর্তমানে যে ২০ টাকার নোট ব্যবহার হচ্ছে তার সঙ্গে নয়া নোটের সাইজ বা ডিজাইনের কোনও পরিবর্তন থাকছে না। শুধু নতুন নোটের নম্বর প্যানেলের ইনসেটে এস লেখাটা দেখা যাবে। আর নোটে থাকবে রিজার্ভ ব্যাঙ্কের বর্তমান গভর্নর উর্জিত প্যাটেলের সই। ব্যাস এটুকুই।

বাদবাকি এক রেখে বাজারে ২০ টাকার নোট ছাড়তে চলেছে কেন্দ্রীয় ব্যাঙ্ক। সেইসঙ্গে এখন যে ২০ টাকার নোট ব্যবহার হচ্ছে তা আগের মতই ব্যবহার করতে পারবেন আমজনতা।

Share
Published by
News Desk