National

৫০০ টাকার নয়া সিরিজ বাজারে আনছে রিজার্ভ ব্যাঙ্ক

Published by
News Desk

নতুন ৫০০ টাকার নোট বাজারে আনল রিজার্ভ ব্যাঙ্ক। তবে এজন্য আতঙ্কের কারণ নেই। এখন যে ৫০০ টাকার নোট চলছে, তা যেমন চলছে চলবে। সঙ্গে চলবে এই নতুন নোটও। নতুন ব্যাচের এই নোটে যে নম্বর প্যানেল রয়েছে তাতে ইনসার্ট লেটার হিসাবে ‘এ’ লেটারটি দেখা যাবে। অর্থাৎ নোটের বাঁ দিকের ওপরে ও ডান দিকের নিচে যে ২টি নম্বর প্যানেল থাকে তার মাঝে ফাঁকে ‘এ’ লেটারটি দেখতে পাবেন সাধারণ মানুষ। পুরনো নোট বাতিলের পর যে নতুন ৫০০ টাকার নোট গত বছরের ৮ নভেম্বরের পর রিজার্ভ ব্যাঙ্ক বাজারে ছেড়েছিল তার ইনসার্ট লেটার ছিল ‘ই’। সেটা বদলে এখন নতুন ব্যাচের নোটে থাকবে ‘এ’ লেটারটি। এছাড়া নোটে ২০১৭ সাল লেখা থাকবে। থাকবে আরবিআই গভর্নর উর্জিত প্যাটেলের সই।

 

Share
Published by
News Desk

Recent Posts