National

রিজার্ভ ব্যাঙ্কের হোলি উপহার

Published by
News Desk

দেশবাসীর জন্য রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার হোলি উপহার। সোমবার হোলির দিন থেকে সঞ্চয় আমানত বা সেভিংস অ্যাকাউন্ট থেকে টাকা তোলার উর্ধ্বসীমা প্রত্যাহার করে নিল কেন্দ্রীয় ব্যাঙ্ক। ফলে এবার থেকে নিজের সেভিংস অ্যাকাউন্ট থেকে ইচ্ছেমত টাকা তুলতে পারবেন গ্রাহকরা। নোট বাতিলের পর গ্রাহকদের টাকা তোলার ক্ষেত্রে দৈনিক উর্ধ্বসীমা ২ হাজারে বেঁধে দেয় আরবিআই। তারপর ধাপে ধাপে তা বাড়ানো হয়। প্রথমে ২ হাজার থেকে সাড়ে চার হাজার। তারপর ১০ হাজার। তারপর সপ্তাহে টাকা তোলার উর্ধ্বসীমা ধার্য হয় ২৪ হাজার টাকা। গত ২০ ফেব্রুয়ারি তা বাড়িয়ে করা হয় ৫০ হাজার টাকা। সেই বাঁধাধরা নিয়মও এদিন তুলে নিল আরবিআই।

 

Share
Published by
News Desk