National

পুরনো নোট রেখেই বাজারে আসছে নতুন ১০০ টাকার নোট

Published by
News Desk

ক্রমশ পুরনো বাজার চলতি নোট সরিয়ে সেখানে নতুন নোট চালু করতে যে সরকার বেশ তৎপর তা বোঝা যাচ্ছে ১০০ টাকার নতুন নোট বাজারে আসা দেখেই। তবে নতুন ১০০ টাকার নোট বাজারে আনতে পুরনো বাতিলের রাস্তায় হাঁটেনি মোদী সরকার। বরং পুরনো নোট রেখেই নতুন নোট আনছে রিজার্ভ ব্যাঙ্ক। নতুন নোটের বৈশিষ্ট্য কী? নতুন নোটের ২ দিকের নম্বর প্যানেলে ইনসেটে অক্ষরে লেখা থাকবে ইংরাজি আর কথাটি। তারপর নম্বর লেখা থাকবে। যা ছোট থেকে বড় হয়ে যাবে। নোট ছাপানোর সাল থাকবে ২০১৭। আর নোটে থাকবে রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর উর্জিত প্যাটেলের সই।

 

Share
Published by
News Desk