National

এটিএমে বাঁধাধরা উর্ধ্বসীমা প্রত্যাহার, বলবত রইল সাপ্তাহিক ২৪ হাজার

Published by
News Desk

এটিএম থেকে টাকা তোলার উর্ধ্বসীমা তুলে নিল রিজার্ভ ব্যাঙ্ক। আগামী ১ ফেব্রুয়ারি থেকে নতুন নিয়ম জারি হবে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাঙ্ক। এতদিন এটিএম থেকে টাকা তোলার দিনে ১০ হাজার টাকার উর্ধ্বসীমা বেঁধে দিয়েছিল তারা। নোট বাতিলের পর ধাপে ধাপে এটিএম থেকে টাকা তোলার উর্ধ্বসীমা বাড়িয়েছিল আরবিআই। পয়লা ফেব্রুয়ারি থেকে তা তুলে নিল তারা। তবে কোনও ব্যাঙ্ক যদি নিজেদের বিবেচনার ভিত্তিতে কোনও লিমিট কার্যকর করতে চায় তা করতে পারে বলে জানানো হয়েছে। এদিকে এটিএম থেকে টাকা তোলার বাঁধাধরা উর্ধ্বসীমা প্রত্যাহারের সিদ্ধান্ত নিলেও সাপ্তাহিক টাকা তোলার ক্ষেত্রে নিয়ম এতটুকু শিথিল করেনি আরবিআই। সেখানে ২৪ হাজারের উর্ধ্বসীমা এখনও বজায় রাখা হয়েছে। অর্থাৎ কোনও ব্যক্তি যদি সপ্তাহের সোমবার এটিএম থেকে ২৪ হাজার টাকা তুলে নেন তাহলে তিনি ওই সপ্তাহে আর টাকা তুলতে পারবেন না।

 

Share
Published by
News Desk