National

এটিএম থেকে টাকা তোলার উর্ধ্বসীমা বাড়ল, দিনে ১০ হাজার

Published by
News Desk

এটিএম থেকে টাকা তোলার পরিমাণ বাড়াল রিজার্ভ ব্যাঙ্ক। এতদিন সাড়ে ৪ হাজার টাকা ছিল উর্ধ্বসীমা। দীর্ঘদিন ধরে তা বাড়ানোর দাবি উঠছিল। অবশেষে সোমবার কেন্দ্রীয় ব্যাঙ্ক জানিয়ে দিল এবার থেকে এটিএম থেকে টাকা তোলার উর্ধ্বসীমা ১০ হাজার করা হল। এক দিনে ১০ হাজার টাকা পর্যন্ত তুলতে পারবেন গ্রাহকরা। এটিএম থেকে টাকা তোলার উর্ধ্বসীমা বাড়িয়ে গ্রাহকদের স্বস্তি দিলেও সপ্তাহে টাকা তোলার উর্ধ্বসীমার কোনও পরিবর্তন করেনি আরবিআই। এদিকে এটিএম থেকে টাকা তোলার উর্ধ্বসীমা বাড়ানোর সঙ্গে সঙ্গে কারেন্ট অ্যাকাউন্ট থেকে টাকা তোলার উর্ধ্বসীমা ১ লক্ষ টাকা করা হয়েছে।

 

Share
Published by
News Desk